গরমে তৈরী করুন আনারসের জুস

আনারসের জুস তৈরি করে এই গরমে খেলে ভালো লাগবে। আনারসের জুস বেশ স্বাস্থ্যকর। প্রতি গ্লাসেই রয়েছে ভরপুর ভিটামিন। খুব সহজে ঘরেই বানিয়ে নেওয়া যায় আনারসের জুস । চলুন জেনে নিই রেসিপি—

আনারস ১টি
কাঁচা মরিচ ১টি
পুদিনাপাতা ১/৪ কাপ
লেবু ১টি
চিনি, বিট লবণ স্বাদমতো
গোলমরিচ গুঁড়া স্বাদমতো
পানি ২ লিটার

যেভাবে বানাবেন

ব্লেন্ডারে অল্প পানি দিয়ে আনারস, কাঁচা মরিচ ও পুদিনাপাতা মসৃণ করে ব্লেন্ড করে নিন। এবার পানিতে মিশিয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে স্বাদমতো গোলমরিচ গুঁড়া, বিট লবণ ও লেবুর রস মিশিয়ে নিন। গ্লাসে ঢেলে বরফ মিশিয়ে পুদিনাপাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

Scroll to Top