হিমায়িত খাদ্যদ্রব্য বরফমুক্ত করার সহজ উপায়

রান্নার আগে হিমায়িত খাদ্যদ্রব্য বরফমুক্ত করতে হয়। আর মনে রাখতে হবে, হিমায়িত খাবার বরফমুক্ত করার পর তা পুনরায় হিমায়িত করা উচিত নয়।

হিমায়িত খাবার বরফমুক্ত করতে যা করবেন-

>> খাবারটি ফ্রিজে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে রাখুন।

>> মাছ-মাংস বরফমুক্ত করতে পরিষ্কার ও প্রবাহমান পানির ধারায় ভিজিয়ে রাখুন।

>> রান্না করা খাবার জরুরি প্রয়োজনে মাইক্রোওয়েভ ওভেনে গলানো যাবে।