শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কাঁচা আম-পুদিনার শরবত

সকলের কাছে কাঁচা আম বেশ পছন্দনীয়। এছাড়া কাঁচা আম খেতেও সুস্বাদু। আচার, ভর্তা, শরবত বিভিন্নভাবেই খেতে এটি সমান জনপ্রিয়। কাঁচা আমে রয়েছে প্রচুর পরিমাণে \’ভিটামিন সি\’। যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। করোনা মহামারি সংক্রমণ রোধে \’ভিটামিন সি\’ খুবই কার্যকরি। \’ভিটামিন সি\’ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো ছাড়াও বিভিন্ন রোগের সংক্রমণ থেকে শরীরকে রক্ষা করে। তাই এর ঘাটতি পূরণে খাদ্য তালিকায় কাঁচা আম রাখা সবচেয়ে সহজলভ্য।

এই ফলটি বিভিন্ন উপায়ে খাওয়া গেলেও এর সঠিক পুষ্টিগুন পেতে শরবত খাওয়ার বিকল্প নেই। গরমে এক গ্লাস কাঁচা আমের শরবত খেলে যেন মুহূর্তেই শরীরে স্বস্তি দেয়।

কাঁচা আমের শরবত বিভিন্নভাবে তৈরি করা যায়। আর এর মধ্যে সবচেয়ে সহজ একটি উপায় হলো \’কাঁচা আম ও পুদিনা পাতা\’ দিয়ে তৈরি শরবত। পুদিনা পাতা তাপ নিয়ন্ত্রণ করে শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে। এর রস পিষে দু\’তিন ফোঁটা লেবুর রস দিয়ে পান করলে ক্লান্তিভাব দূর হয়।

এছাড়া নিয়মিত পুদিনা পাতা খাওয়ার অভ্যাস করতে পারলে বুকে কফ জমতে পারেনা। এতে থাকা ‘মেন্থল’ পেশিকে শিথিল করার মাধ্যমে শরীরের ব্যথা কমায়।

Scroll to Top