বিদেশি চ্যানেলে দেশি বিজ্ঞাপন বন্ধে হাইকোর্টে রিট

বিদেশি টিভি চ্যানেলে বাংলাদেশি বিজ্ঞাপন প্রচার বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে অ্যাডভোকেট একলাছ উদ্দিন ভূইয়া রিটটি দায়ের করেন।

রিট দায়েরের পর একলাছ উদ্দিন ভূঁইয়া জানান, ক্যাবল্‌ টেলিভিশন নেটওয়ার্ক কার্যক্রম পরিচালনা আইন অনুসারে বাংলাদেশের দর্শকদের জন্য বিদেশি কোনো চ্যানেলের মাধ্যমে বিজ্ঞাপন প্রচারে বাধা-নিষেধ রয়েছে।

রিট আবেদনে বিবাদী করা হয়েছে তথ্যসচিব, বাণিজ্যসচিব, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, বিটিআরসি’র চেয়ারম্যান, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক ও পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি)।

এর আগে গত ২০ আগস্ট বিজ্ঞাপন প্রচার বন্ধে সংশ্লিস্টদের নোটিশ পাঠিয়েছিলেন তিনি। নোটিশের জবাব না পাওয়ায় আজ রিটটি দায়ের করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, ২০ সেপ্টেম্বর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসএ