রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে ভবন সরানোর সময় চেয়ে বিজিএমইএ’র করা আবেদনের শুনানি হবে আগামী ৫ অক্টোবর। সেই সঙ্গে ভবন ভাঙতে বেঁধে দেওয়া ৬ মাসের মেয়াদও ওই তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে।
সোমবার অবকাশকালীন চেম্বার বিচারপতি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে আবেদনটির শুনানির জন্য এ তারিখ ধার্য করেছেন। বিজিএমইএ’র আইনজীবী ইমতিয়াজ মইনুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, এ আদেশের ফলে আগামী ৫ অক্টোবর পর্যন্ত বিজিএমইএ ভবনে সংঠনটির কার্যক্রম পরিচালনা করা যাবে।
আদালতে বিজিএমইএ’র পক্ষে শুনানি করেন আইনজীবী কামরুল হক সিদ্দিকী। সঙ্গে ছিলে আইনজীবী ইমতিয়াজ মইনুল ইসলাম। পরিবেশবাদী কিছু সংগঠনের করা মামলায় দীর্ঘ আইনি লড়াইয়ে হেরে যায় পোশাক রপ্তানিকারকদের এই প্রতিষ্ঠানটি। রাজধানীর হাতির ঝিলের ওপর বেআইনিভাবে গড়ে তোলা ভবনটি অবৈধ ঘোষণা করে রায় দেয় সুপ্রিম কোর্ট।
বিজিএমইএর পক্ষ থেকে আপিল করা হলে আপিল বিভাগেও ওই রায় বহাল থাকে। ওই রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করলে তাও খারিজ হয়ে যায়। এরপর কার্যালয় সরিয়ে নিতে বিজিএমইএ তিন বছর সময় চেয়ে আবেদন করে। আদালত কার্যালয় সরিয়ে নিতে বিজিএমইকে ছয় মাসের সময় বেঁধে দেয়।
আজ ১১ সেপ্টেম্বর সেই সময়সীমা উত্তীর্ণ হয়েছিল। তার আগেই এক বছর সময় চেয়ে আবেদন করে প্রতিষ্ঠানটি। সেই আবেদনের আজ প্রাথমিক শুনানি নিয়ে পরবর্তী শুনানির জন্য সময় পেল প্রতিষ্ঠানটি।
বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, ১১ সেপ্টেম্বর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এস পি