রাজধানীর হাতিরঝিলে ভবন ভাঙার জন্য আদালতের কাছে আরও এক বছর সময় চেয়েছে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ।
শনিবার এক সংবাদ সম্মেলনে বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান জানান, নতুন ভবন নির্মাণে সময় লাগবে। তাই আদালতে সময় চেয়ে আবেদন করা হয়েছে।
রাজধানীর কারওয়ান বাজারে আজ শনিবার আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিজিএমইএর সভাপতি মো. সিদ্দিকুর রহমান।
তিনি বলেন, ‘আমরা একান্তভাবে আশা করি, সমগ্র অর্থনীতিতে পোশাকশিল্পের অবদান বিবেচনা করে মহামান্য আদালত আমাদের এ আবেদন বিবেচনা করবেন। ’
বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, ৯ সেপ্টেম্বর, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/পিকে