সম্পদের হিসাব দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় রানা প্লাজার মালিক সোহেল রানার তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের দণ্ড দেয়া হয়।
ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক কে এম ইমরুল কায়েস মঙ্গলবার দুপুরে এ রায় ঘোষণা করেন। এ সময় রানা বিচারকের উদ্দেশ্যে বলেন, ‘স্যার একটা কথা আছে। তখন বিচারক বলেন, কী কথা, বলেন। তখন রানা বলেন, আমি গ্রেফতার হওয়া থেকে যেন সাজার মেয়াদ ধরা হয়।’
বিচারক বলেন, ঠিক আছে ধরা হবে। রায় সেভাবেই দেয়া হয়েছে।
রানার আইনজীবী ফারুক আহম্মেদ পরে সাংবাদিকদের বলেন, রানার বিরুদ্ধে মামলাটি করা হয় ২০১৫ সালের ২০ মে। তাকে গ্রেফতার করা হয় ২০১৩ সালের ২৮ এপ্রিল।
মামলার পর থেকে রানার সাজা কার্যকর হবে। অর্থাৎ তিন বছরের সাজার দুই বছরেরও অধিক সময় তিনি কারাগারে পার করেছেন বলে জানান ফারুক আহম্মেদ।
প্রসঙ্গত, ২০১৩ সালের এপ্রিলে সাভারে সোহেল রানার মালিকানাধীন বহুতল বাণিজ্যিক ভবন রানা প্লাজা ধসে পড়লে তা বিশ্বব্যাপী আলোচনার সৃষ্টি করে। ওই ধসে পড়া ভবনে থাকা পাঁচটি পোশাক কারখানার সহস্রাধিক শ্রমিক মারা যান।
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ২৯ আগস্ট ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসএফ