আন্তর্জাতিক ট্রাইব্যুনালে নেয়া হয়েছে যাত্রাবাড়ী থানার সাবেক ওসি ও এসিকে

জুলাই-আগস্ট গণহত্যায় যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান ও সহকারী কমিশনার (এসি) তানজিল আহমেদকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে তাদেরকে হাজির করা হয়। জুলাই আগস্টের আন্দোলনে নিরস্ত্র মানুষের ওপর গুলি চালানো ও নির্দেশ দেয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

এর আগে, ট্রাইব্যুনালকে প্রসিকিউশন জানায়, আন্দোলনে সবচেয়ে বেশী হত্যাযজ্ঞ চালানো হয় যাত্রাবাড়ী এলাকায়। আহত অবস্থায় পড়ে থাকার পরও ব্রাশফায়ার করে মানুষ হত্যা করা হয়। প্রায় ৪ শতাধিক মানুষকে হত্যা করা হয়েছে যাত্রাবাড়ী এলাকায়।

অভিযোগে বলা হয়েছে, সেই হত্যাকাণ্ডে প্রধান ভূমিকা পালন করেছিলেন যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান। নির্দেশদাতাদের একজন সহকারী কমিশনার (এসি) তানজিল।

একই সাথে, ২০ জুলাই পুলিশ সদস্যের ছেলে ইমাম হোসেন তাঈমকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা আরেক ওসি জাকির হোসেন এখনও পলাতক।