samaddar

আলোচিত মিলন্ট সমাদ্দারের ৩ মামলায় জামিন

আলোচিত চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মিল্টন সমাদ্দার জাল মৃত্যু সনদ তৈরির অভিযোগে করা মিরপুর মডেল থানার মামলায় জামিন পেয়েছেন।

সোমবার (১৫ জুলাই) ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত তার জামিন মঞ্জুর করেন। এ নিয়ে ৩ মামলায় জামিন পেলেন মিল্টন। ফলে এখন তার কারাগার থেকে মুক্তি পেতে আর বাধা নেই।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) তাপস কুমার পাল সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে চলতি বছরের ১ মে রাতে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে মিল্টন সমাদ্দারকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তার বিরুদ্ধে জাল মৃত্যু সনদ তৈরি, টর্চার সেলে মানুষজনকে নির্যাতন ও মানবপাচারের অভিযোগে তিনটি মামলা হয়।

দুদফা রিমান্ড শেষে ৯ মে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।

Scroll to Top