ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলালের সঙ্গে দেখা করে বের হবার সময় পিস্তলসদৃশ গ্যাসলাইটারসহ গ্রেফতার হওয়া দুই যুবককে একদিনের রিমান্ড শেষে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
শুক্রবার (১২ জুলাই) দুপুরে তাদের জামালপুর আদালতে সোপর্দ করা হয়।
এর আগে বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেলে জামালপুর জেলা কারাগার থেকে তাদেরকে ইসলামপুর থানায় নিয়ে আসা হয়েছিল।
গ্রেফতাররা হলেন- মেলান্দহ উপজেলার নাংলা ইউনিয়নের বয়ড়া ডাঙ্গা গ্রামের হাজী আবুল হাসেমের ছেলে তানভীর আহাম্মেদ তপু এবং মেলান্দহ পৌর শহরের পাছুরপাড়া গ্রামের আলতাবুর রহমানের ছেলে নিহাল আহাম্মেদ ললাট।
এর আগে বুধবার (১০ জুলাই) ইসলামপুর ডাকবাংলোতে ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলালের সঙ্গে দেখা করতে আসে দুই যুবক। পরে দলীয় নেতাকর্মীরা তাদের পকেটে পিস্তল দেখে গণপিটুনি দিয়ে ইসলামপুর থানায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন।
পরে পুলিশ তিন দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করে। আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও ইসলামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কাদের বলেন, ‘একদিনের রিমান্ড শেষে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।’
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন তালুকদার বলেন, ‘ধর্মমন্ত্রী স্যারের মতবিনিময় সভা চলাকালে বাইরে পিস্তলসদৃশ গ্যাসলাইটার উঁচিয়ে ত্রাস সৃষ্টির দায়ে দায়েরকৃত মামলাটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।’