রাজবাড়ীর কালুখালীতে যৌতুকের টাকা না দেওয়ায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামী মো. আব্দুল মন্ডলকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমান অনাদায়ে আরো এক বছর কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সিনিয়র দায়রা জজ মোছা. জাকিয়া পারভীন মঙ্গলবার বিকালে এই রায় দেন।
রাজবাড়ীর আদালতে পাবলিক প্রসিকিউটর এ্যাড. উজির আলী শেখ বলেন, স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে স্বল্প সময়ের মধ্যেই এই রায় দিয়েছেন করেছে আদালত। রায় দেওয়ার সময় আসামি আব্দুল মন্ডল আদালতে হাজির ছিলেন।
আব্দুল মন্ডল রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মাঝবাড়ী ইউনিয়নের কোমরপুর গ্রামের রুহুল আমিন ওরফে নুরুল মন্ডলের ছেলে। দাম্পত্য জীবনে তাদের তিন সন্তান রয়েছে।
জানাগেছে, বিদেশে যাবার জন্য যৌতুকের টাকার নিয়ে আসতে স্ত্রী রাশেদা বেগমকে চাপ দিতে থাকেন আব্দুল মন্ডল। টাকা না আনায় গত বছরের ৬ জুন রাতে পিটিয়ে ও ইট দিয়ে মাথায় আঘাত করে স্ত্রী রাশেদা বেগমকে হত্যা করে আব্দুল মন্ডল। এ ঘটনার পর দিন রাশেদার বড় বোন আসমা বেগম বাদী হয়ে কালুখালী থানায় একটি মামলা দায়ের করে।