উৎসবমুখর পরিবেশে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৪-২৫ সালের দুই দিনব্যাপী নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। দুইদিনে ৭ হাজার ৮৮৩ জন আইনজীবীর মধ্যে ৫৩১৯ আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
আজ বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল ১০টা ১৫ মিনিটে দ্বিতীয় দিনের ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৫টা ১৫ মিনিটে ভোটগ্রহণ শেষ হয়। আজ ২০৫৮ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। রাত ১০টা থেকে ভোট গণনা শুরু হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন পরিচালনায় থাকা সংশ্লিষ্টরা।
ভোট গণনা কখন শুরু হবে, তা জানা যায়নি। প্রায় আট হাজার ভোটারের মধ্যে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৪-২০২৫ সেশনের দুই দিনব্যাপী নির্বাচনের প্রথম দিনে ভোট পড়ে তিন হাজার ২৬১টি।
শেষ দিনে পড়ল দুই হাজার ৫৮ ভোট। সব মিলিয়ে ভোট পড়েছে পাঁচ হাজার ৩১৯টি। কার্যকরী কমিটির সভাপতি, সহ-সভাপতি (দুটি), সম্পাদক, কোষাধ্যক্ষ, সহ-সম্পাদক (দুটি), সদস্যসহ (সাতটি) মোট ১৪টি পদে ভোটগ্রহণ হলো।