ঢাকা কেন্দ্রীয় কারাগারে মাদক মামলায় ৩০ বছরের কারাদণ্ড প্রাপ্ত মনির হোসেন (৪২) ও হত্যা মামলায় আটক আলী আকবর (৬০) নামের দুই কয়েদি ১৪ ঘন্টার ব্যবধানে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। মৃত মনির রাজধানীর গেন্ডারিয়া থানার ১১৯ ভিস্টিলারী রোড এলাকার মজিবুর রহমানের ছেলে ও মৃত আলী আকবর নারায়ণগঞ্জ সদর থানার আলির টেক এলাকার আব্দুল হাকিমের ছেলে।
গত বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাত সাড়ে দশটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুরাতন ভবনের ২য় তলার ২০০ নম্বর ওয়ার্ডে মনির হোসেন এবং শুক্রবার দুপুর সাড়ে বারোটায় আলী আকবরের মৃত্যু হয়। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ জানান, কারাবন্দি মনির হোসেন আগে থেকেই টিবি রোগে আক্রান্ত ছিল। কারাগারের ভেতরে তিনি আরো বেশি অসুস্থ হয়ে পড়লে গত ৪ঠা জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য জাতীয় বক্ষব্যধী ইনস্টিটিউট হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাকে ভর্তি রাখেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার স্ট্রোক করলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এরপর বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় সে মারা গেছে।
তিনি আরও জানান, এছাড়াও গত ১৩ই জানুয়ারি হত্যা মামলায় নারায়ণগঞ্জ জেলা কারাগারে আটক আলী আকবরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা কেন্দ্রীয় কারাগারে রেফার্ডের মাধ্যমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনিও চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে মারা গেছেন। লাশ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।