দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রয়োগে বাধা দিলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। ভোটের পরিস্থিতি পরিদর্শনে এসে আজ রোববার (৭ জানুয়ারি) বেলা ১১টার পর সাংবাদিকদের এ কথা জানান তিনি।
পেশাদারিত্বের সঙ্গে প্রতিটি কেন্দ্রসহ সারা দেশে নির্বাচন কমিশনের অধীনে পুলিশ দায়িত্ব পালন করছে জানিয়ে আইজিপি বলেন, ভোটাধিকার প্রয়োগের জন্য ভোটাররা উন্মুখ হয়ে আছেন। উৎসবের আমেজে শান্তিপূর্ণভাবে সারাদেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এখন পর্যন্ত আমরা খবর পেয়েছি সব জায়গায় ভোটারের উপস্থিতি আছে। শান্তিুপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।ভোট প্রয়োগে যারা বাধা দেবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে জানিয়ে পুলিশ প্রধান বলেন, নির্বাচন ঘিরে তিনটি পর্যায়ে ভাগ করেছি। আমাদের সদস্যরা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্ব পালন করছেন। নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড মোকাবিলায় আমরা প্রস্তুত, আমাদের সেই সক্ষমতা রয়েছে। দেশবাসীকে নিশ্চয়তা দিতে চাই, আপনারা ভোটকেন্দ্রে আসুন, ভোট দিন।
তিনি আরও বলেন, যদি কোনো ভোটার বাধার সম্মুখীন হন, অপরাধ কর্মকাণ্ড ঘটলে নিকটস্থ থানা কিংবা ৯৯৯-এ যোগাযোগ করবেন। আমাদের বিভিন্ন টিম সহায়তায় প্রস্তুত আছে।
এদিকে ইসির তথ্যানুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি সংসদীয় আসনে ১ হাজার ৯৭০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইসিতে নিবন্ধিত ৪৪টি রাজনৈতিক দলের মধ্যে এই নির্বাচনে ২৮টি রাজনৈতিক দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১ হাজার ৫৩৪ জন প্রার্থী। আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের মাঠে আছেন ৪৩৬ জন। রাজনৈতিক দলগুলোর মধ্যে আওয়ামী লীগের প্রার্থী ২৬৬ জন, জাতীয় পার্টির ২৬৫, তৃণমূল বিএনপির ১৩৫ জন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) ৬৬ জন, ন্যাশনাল পিপলস পার্টির ১২২ জন, জাতীয় পার্টির (জেপি) ১৩ জন, বিকল্পধারা বাংলাদেশের ১০ জন প্রার্থী রয়েছেন।