সারাদেশে হাইড্রোলিক হর্ন বন্ধে হাইকোর্টের নির্দেশ

সারাদেশে চলাচলকারী সকল যানবাহনের হাইড্রোলিক হর্ন বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে এ বিষয়টি পর্যালোচনা করে পরিবেশ আইন অনুযায়ী শব্দ দূষণ নিয়ন্ত্রণের নির্দেশ দেওয়া হয়। পুলিশের আইজি, ট্রাফিক পুলিশ কমিশনারসহ চারজনকে এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে। এর আগে ঢাকা মহানগরেও হাইড্রোলিক হর্ন বন্ধের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট।
.
রবিবার এক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এই আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী মনজিল মোরসেদ।

এর আগে গত ২৩ আগস্ট সারাদেশে হাইড্রোলিক হর্ন বন্ধে নির্দেশনা দেওয়া হবে না এবং এ বিষয়ে সরকারের নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করে হাইকোর্ট।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ০৫ নভেম্বর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসএফ

Scroll to Top