মান্নানের স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ১৪ নভেম্বর

দুদকের দায়ের করা মামলায় সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খানের স্ত্রী হাসিনা সুলতানার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশের জন্য আগামী ১৪ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।

রোববার (৫ নভেম্বর) মামলার অধিকতর অভিযোগ গঠন শুনানি শেষে আদেশের জন্য ঢাকার ৩নং বিশেষ জজ আদালতের বিচারক আবু সৈয়দ দিলদার হোসেন এ দিন ধার্য করেন।

অপরদিকে সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খানের বিরুদ্ধে অপর মামলায় অধিকতর অভিযোগ গঠন শুনানির জন্য ২৮ ডিসেম্বর দিন ধার্য করেন আদালত।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৪ সালের ২১ আগস্ট মান্নান খানের বিরুদ্ধে ৭৫ লাখ ৪ হাজার টাকার আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। এ ছাড়া তার স্ত্রী হাসিনা সুলতানার বিরুদ্ধে এক কোটি ৮৬ লাখ ৫৩ হাজার টাকার সম্পদের তথ্য গোপন এবং তিন কোটি ৪৫ লাখ ৫৩ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে একই বছরের ২১ অক্টোবর মামলা করে দুদক।

তদন্ত শেষে ২০১৫ সালের ১১ আগস্ট মান্নান খানের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, ০৫ নভেম্বর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/সাদ

Scroll to Top