বড়দিন উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে শেষ করতে সব প্রস্তুতি নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। অনুষ্ঠান উপলক্ষে প্রত্যেক গির্জায় স্থায়ীভাবে পুলিশ মোতায়েনের পাশাপাশি বাহিনীর টহল বৃদ্ধি ও শহরের গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন এবং গোয়েন্দা কার্যক্রম চলবে।
আজ রোববার (২৪ জানুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, পুলিশের গৃহীত পদক্ষেপের পাশাপাশি সর্বস্তরের জনগণ সচেতন হলে উৎসবমুখর এবং নিরাপদ পরিবেশে বড়দিন উদযাপন সম্ভব হবে। সে লক্ষ্যকে সামনে রেখে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত এক বার্তায় বেশকিছু নিরাপত্তা নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।