তারেক রহমানের নেতৃত্বের কারণে বিএনপিকে ভাঙা সম্ভব হয়নি : নিপুণ

নাশকতার ৮ মামলায় বিএনপির ঢাকা জেলার সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার (৪ ডিসেম্বর) বিচারপতি মো.হাবিবুল গনি ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ তাকে আগামী ১১ জানুয়ারি পর্যন্ত জামিন দেন। এ সময়ের মধ্যে তাঁকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।

আদালতে জামিন আবেদনের শুনানি করেন আইনজীবী নিতাই রায় চৌধুরী, তার সঙ্গে ছিলেন আইনজীবী রায় চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান মনির।

আইনজীবী নিতাই রায় চৌধুরী সাংবাদিকদের বলেন, ’রমনা, পল্টন ও দিক্ষিণ কেরাণীগঞ্জ থানার আট মামলায় নিপুণ রায়কে ১১ জানুয়ারি পর্যন্ত আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।’ সরকার পতনের এক দফা দাবিতে গত ২৮ অক্টোবর সমাবেশ ডেকেছিল বিএনপি। ২০ শর্তে তাদের সমাবেশের অনুমতি দেয় পুলিশ।

ওই দিন আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরুর আগেই পুলিশের সঙ্গে সংঘাতে জড়ায় দলটির নেতাকর্মীরা। সংঘাতের এক পর্যায়ে প্রধান বিচারপতির বাসভবনের ফটক ভেঙে ইটপাটকেল নিক্ষেপ করে। এ ছাড়া বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে এক পুলিশ সদস্য নিহত হন। এসব ঘটনায় রাজধানীর রমনা ও পল্টন থানায় সাতটি এবং দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় একটি মামলা করে পুলিশ।

এসব মামলায় গ্রেপ্তারের আশঙ্কা থেকে হাইকোর্টে আগাম জামিন চেয়ে পৃথক আটটি আবেদন করেন নিপুণ রায়। আজ সোমবার শুনানির পর উচ্চ আদালত তাঁকে জামিন দেন।

 

Scroll to Top