প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের আদালতে আগাম জামিন

প্রথম আলো সম্পাদক মতিউর রহমানকে হাইকোর্ট ৬ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন।

আজ রোববার (২ এপ্রিল) এই আদেশ দেন বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ।

আদালতে, জ্যেষ্ঠ আইনজীবী ফিদা এম কামাল, অ্যাডভোকেট জেড আই খান পান্না, সৈয়দা রিজওয়ানা হাসান, ইমতিয়াজ মাহমুদ, প্রশান্ত কুমার কর্মকার জামিন আবেদনের পক্ষে শুনানি করেন । আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাছান চৌধুরী, ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পী।

এর আগে সকালে এ মামলায় আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন প্রথম আলো সম্পাদক।

গত বুধবার (২৯ মার্চ) মধ্যরাতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয় প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে। রাজধানীর রমনা থানায় করা এই মামলায় প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক সাভার প্রতিনিধি শামসুজ্জামানকেও আসামি করা হয়। এছাড়াও আসামিদের মধ্যে রয়েছেন ‘সহযোগী ক্যামেরাম্যান’সহ অজ্ঞাতপরিচয় ব্যক্তিরাও।

এই মামলার বাদী আইনজীবী আবদুল মালেক (মশিউর মালেক)।