৯ এপ্রিল পর্যন্ত বাড়লো সম্রাটের জামিনের মেয়াদ

চিকিৎসার জন্য সম্রাটের বিদেশ যাওয়া ঠেকাতে হাইকোর্টে গেলো দুদক
ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট - ফাইল ছবি

আগামী ৯ এপ্রিল পর্যন্ত ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের জামিনের মেয়াদ বাড়িয়েছেন আদালত।

আজ বুধবার (১ মার্চ) সম্রাটের আইনজীবী আফরোজা শাহানাজ পারভীন হীরা জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করলে বিশেষ জজ আদালত-৬ এর বিচারক (ভারপ্রাপ্ত) মো. ইকবাল হোসেন এ আদেশ দেন।

মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি স্থগিত চেয়ে আরেকটি আবেদনও আজ জমা দেন আইনজীবী আফরোজা শাহানাজ পারভীন হীরা।

আজকের শুনানির সময় সম্রাট আদালতে উপস্থিত ছিলেন।

গত বছরের ২২ আগস্ট একই আদালত সম্রাটের শারীরিক অবস্থা বিবেচনা করে তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেন। আদেশে বিচারক বলেছিলেন, সম্রাটকে জামিনের বন্ড জমা দেওয়ার সময় তার পাসপোর্ট আদালতে জমা দিতে হবে।