অনুমতি ছাড়া সাংবাদিক খালিদী বিদেশ যেতে পারবেন না

আদালতের অনুমতি ছাড়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী বিদেশ যেতে পারবেন না। একই সঙ্গে হাইকোর্ট তার জামিন বহাল রেখেছে।

এ বিষয়ে জারি করা রুল নিষ্পত্তি করে আজ বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

বিভিন্ন ব্যাংকে জমা রাখা টাকার বৈধ উৎস না থাকার অভিযোগে ২০২০ সালের ৩০ জুলাই ইমরোজ খালিদীর বিরুদ্ধে মামলা করে দুদক। তারা বলছে, ভুয়া কাগজপত্র তৈরি করে অবৈধ প্রক্রিয়ায় প্রতারণার মাধ্যমে ইমরোজ খালিদী ওই টাকা অর্জন করেছেন।

যদিও ইমরোজ খালিদী বারবার বলে আসছেন, তাকে ‘হেয় প্রতিপন্ন’ করার জন্য এই ‘সাজানো’ মামলা’ করানো হয়েছে।

Scroll to Top