সহজ ডটকমকে রনির অভিযোগের ভিত্তিতে ২ লাখ টাকা জরিমানা

রেলওয়ে টিকিট ক্রয়ে জালিয়াতি নিয়ে মহিউদ্দিন রনির অভিযোগের প্রেক্ষিতে সহজ ডটকমকে ভোক্তা অধিকার অধিদফতর ২ লাখ টাকা জরিমানা করেছে। নিয়মানুযায়ী জরিমানার এই টাকার ২৫ শতাংশ পাবেন অভিযোগকারী মহিউদ্দিন রনি। আজ বুধবার সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ভোক্তা অধিকার অধিদফতরের পরিচালক মনজুর শাহরিয়ার।

এর আগে রেলের অব্যবস্থাপনা আর দুর্নীতির বিরুদ্ধে হাতে শেকল আর প্ল্যাকার্ড নিয়ে ৬ দফা দাবিতে একক অবস্থান কর্মসূচি শুরু করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন হাওলাদার রনি।

ইতোমধ্যে রনির সঙ্গে সংহতি প্রকাশ করেছে বিভিন্ন ছাত্র সংগঠন, রাজনৈতিক দলসহ দেশের বিভিন্ন জেলার শিক্ষার্থী ও সাধারণ মানুষ। তার অ‌‌ভিযো‌গ আমলে নিয়ে এই বিষয়ে বুধবার শুনানির দিন ধার্য করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

Scroll to Top