আবরার হত্যা রায়ে প্রমাণ হয়েছে অপরাধীদের দল দেখা হয় না : সাদ্দাম

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেছেন, বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় আদালতের রায় প্রমাণ করেছে অপরাধীদের ক্ষেত্রে দল দেখা হয় না।

আজ বুধবার দুপুরে বুয়েট ছাত্র আবরার ফাহাদ রাব্বীকে পিটিয়ে হত্যা মামলায় ২০ জনকে মৃত্যুদণ্ড ও ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পরে রায়ের প্রতিক্রিয়ায় তিনি গণমাধ্যমকে এ কথা বলেন।

সাদ্দাম হোসেন বলেন, বুয়েটের আবরার ফাহাদের ঘটনা মর্মান্তিক। নিম্ন আদালতে রায় ঘোষণা করা হয়েছে। এ রায়ে প্রমাণিত হয়েছে, অপরাধীদের ক্ষেত্রে দল দেখা হয় না।

Scroll to Top