পাঠ্যপুস্তকে বঙ্গবন্ধুর ভাষণ অন্তর্ভুক্ত করতে হাইকোর্টের নির্দেশ

হাইকোর্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ বিশ্ববিদ্যালয়, কলেজ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে নির্দেশ দিয়েছেন।

একই সঙ্গে আদালত জাতির জনকের ৭ মার্চের ভাষণের আঙ্গুল উঁচানোর ভাস্কর্য সোহরাওয়ার্দী উদ্যানে স্থাপনের জন্য বলেছেন। এছাড়া ভাস্কর্য স্থাপনের জন্য একটি কমিটি করতে বলা হয়েছে।

আজ বুধবার (৮ সেপ্টেম্বর) এই আদেশ দেন বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি সাহেদ নুর উদ্দিনের হাইকোর্ট বেঞ্চ।

বিষয়টি নিশ্চিত করেছেন রিটকারী আইনজীবী ড. বশির আহমেদ আদালতের আদেশের।

Scroll to Top