হ্যালুসিনোজেন গ্রুপের (মনোঃভ্রম উদ্দীপক) নিষিদ্ধ মাদক ‘ম্যাজিক মাশরুম’ ও বিদেশি মদসহ গ্রেফতার দুই কানাডা প্রবাসীর জামিনের আবেদন আদালত নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন।
আজ শনিবার শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম নিভানা খায়ের জেসী তাদের কারাগারে পাঠানোর এ আদেশ দেন। কারাগারে যাওয়া আসামিরা হলেন নাগিব হাসান অর্নব এবং তাইফুর রশিদ জাহিন।
উল্লেখ্য, গত ৭ জুলাই রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে নিষিদ্ধ মাদক ‘ম্যাজিক মাশরুম’ ও বিদেশি মদসহ এই দুজনকে আটক করে র্যাব। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় মাদক ম্যাজিক মাশরুমের পাঁচটি বার এবং দুই বোতল বিদেশি মদ।
র্যাবের দাবি, বিদেশ থেকে চকোলেট হিসেবে আসছে ম্যাজিক মাশরুম যা একটি চক্র গোপনে বিক্রি করছে। এ মাদক পাউডার, ক্যাপসুল হিসেবেও পাওয়া যায়। এটি ব্যবহারের পর সেবনকারীর নিয়ন্ত্রণ থাকে না নিজের ওপর। ছাদ থেকে কেউ কেউ লাফিয়েও পড়তে পারেন।