জামিন পেলেন ইরফান সেলিম

ঢাকার ধানমন্ডিতে নৌবাহিনী কর্মকর্তা লেফটেন্যান্ট ওয়াসিমকে মারধরের ঘটনায় দায়ের করা মামলায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে জামিন পাওয়ার পর হাজী সেলিম এমপির পুত্র ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের সাময়িক বরখাস্ত হওয়া কমিশনার ইরফান সেলিম ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

গতকাল বুধবার (২৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে ইরফান সেলিমকে মুক্তি দেওয়া হয় ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে। এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) জেলার মাহাবুবুল ইসলাম।

জেলার মাহাবুবুল ইসলাম জানান, \”বিকেল সাড়ে ৫টার দিকে ইরফান সেলিম ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে বের হয়ে গেছেন।\”

এর আগে সকালে ইরফান সেলিমের আইনজীবী শ্রী প্রাণ নাথ জানান, \”নৌবাহিনী কর্মকর্তাকে মারধরের ঘটনায় ধানমন্ডি থানার মামলায় গত ২৫ এপ্রিল আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ তার জামিন বহাল রাখেন।\”

Scroll to Top