জামিন চেয়েছেন কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরকারবিরোধী পোস্ট দেয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় জামিন চেয়েছেন কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর।

রোববার (২৮ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিমের আদালতে জামিনের আবেদন করেন তার আইনজীবী।

গত বছরের ৬ মে থেকে এ মামলায় তিনি কারাগারে রয়েছেন।

তার আগের দিন (৫ মে) কার্টুনিস্ট কিশোরকে কাকরাইল থেকে আটক করে র‌্যাবের একটি দল। এরপর তাকে রমনা থানায় হস্তান্তর করা হয়। ফেসবুকে সরকারবিরোধী পোস্ট দেয়ার অভিযোগে তিনিসহ ১১ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয় রমনা থানায়।

তখন পুলিশ জানায়, কার্টুনিস্ট কিশোর তার ‘আমি কিশোর’ ফেসবুক অ্যাকাউন্টে দেশের করোনাভাইরাস পরিস্থিতিতে সরকারের ভূমিকা নিয়ে বিভিন্ন সমালোচনামূলক কার্টুন-পোস্টার পোস্ট করতেন।

Scroll to Top