শেয়ারবাজারে তালিকাভুক্ত মুন্নু সিরামিক সিকিউরিটিজ সংক্রান্ত আইন ভঙ্গের দায়ে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকসহ প্রত্যেক পরিচালককে এক কোটি টাকা করে জরিমানার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
সোমবার (১৫ ফেব্রুয়ারি) বিএসইসির ৭৬১তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংস্থাটি নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস, ১৯৮৭ এর রুল ১২ (১) (২), কমিশনস নোটিফিকেশন নম্বর বিএসইসি/সিএমআরআরসিডি/২০০৬-১৫৮/অ্যাডমিন/৮১ ও সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ ১৯৬৯ এর সেকশন ১৭ (বি) ভঙ্গের দায়ে মুন্নু সিরামিকের ব্যবস্থাপনা পরিচালকসহ প্রত্যেক পরিচালককে (স্বতন্ত্র পরিচালক ব্যতিত) ১ কোটি টাকা জরিমানার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।