রাষ্ট্রপতিও সংবিধান লঙ্ঘন করেছেন: জয়নুল আবেদীন

প্রধান বিচারপতিকে (এস কে সিনহা) বাদ দিয়ে আপিল বিভাগের অন্য বিচারপতিদের নিয়ে আলোচনা করার মাধ্যমে রাষ্ট্রপতি সংবিধান লঙ্ঘন করেছেন বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন।

সোমবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির কক্ষে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন।

জয়নুল আবেদীন বলেন, \’রাষ্ট্রপতিও সংবিধান ভায়োলেট (লঙ্ঘন) করেছেন। কেন করেছেন? তিনি (রাষ্ট্রপতি) প্রধান বিচারপতিকে বাদ দিয়ে অন্য বিচারপতিদের ডেকে নিয়েছেন এবং তারপর তাদের বুঝিয়েছেন। এটা সংবিধানে নেই।’

আইনমন্ত্রীর একটি বক্তব্যের প্রতি ইঙ্গিত করে জয়নুল আবেদীন বলেন, ‘আইনমন্ত্রী ৯৭ অনুচ্ছেদ সম্পর্কে যে ব্যাখ্যা বললেন, তারা যে গেজেট করলেন (জ্যেষ্ঠ বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞাকে প্রধান বিচারপতি ঘোষণা করে গেজেট প্রকাশ) তার কোনো বিধান নেই। এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে, তারা উদ্দেশ্যমূলকভাবে নাটক সৃষ্টি করেছেন। সংবিধানের ৯৭ অনুচ্ছেদ অনুসারে গেজেট প্রকাশের কোনো বিধান নেই। যদি পদটি (প্রধান বিচারপতির) শূন্য হতো তাহলে শপথ পড়ানোর প্রয়োজন আছে। ভারপ্রাপ্তকে তো শপথ পড়ানো হয়নি। তিনি তাই প্রধান বিচারপতি নন। সংবিধানের এই ভায়োলেশন (লঙ্ঘন) জাতির জন্য খুবই দুঃখজনক।’

এ সময় আরও উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ও বিএনপির যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, ১৫ অক্টোবর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসএফ

Scroll to Top