নির্দোষ হয়েও প্রায় পাঁচ বছর কারাভোগ করার পর বৃহস্পতিবার মুক্তি পেয়েছে আরমান। হাইকোর্টের নির্দেশে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি দেওয়া হয় তাকে। বিনাদোষে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি হিসেবে প্রায় পাঁচ বছর কারাভোগ করার পর রাজধানীর পল্লবীর বেনারসি পল্লীর কারিগর আরমানকে হাইকোর্টের নির্দেশে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি দেয়া হয়েছে।
কাশিমপুর কারাগার থেকে বৃহস্পতিবার বেলা ১২টা ৩০ মিনিটের সময় মুক্তি পান তিনি। এ সময় কাশিমপুর কারাকর্তৃপক্ষ মায়ের হাতে তুলে দেন আরমানকে। মুক্তিপ্রাপ্ত আরমানকে কাছে পেয়ে বারবারই জ্ঞান হারাচ্ছিলেন মা বানু। আনন্দ যেনো বাঁধ মানছিল না কারোরই। গেল বুধবার জেল কর্তৃপক্ষের কাছে আরমানের মুক্তির কাগজপত্র আসার পর যাচাই-বাছাই শেষে বৃহস্পতিবার দুপুরে তাকে মুক্তি দেয়া হয়।
উল্লেখ্য, নামের সাথে মিল থাকায় মাদক মামলায় সাহাবুদ্দিন ওরফে আরমানের জায়গায় পল্লবীর এই আরমানকে গ্রেফতার করে পুলিশ। এতে নির্দোষ হয়েও ওই মামলায় আরমানের ১০ বছর জেল হয়।