নড়াইলে নিজ স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

নড়াইলে স্ত্রী নারগিস বেগমকে হত্যার দায়ে স্বামী এনায়েত মোল্যাকে ফাঁসির রায় দিয়েছেন আদালত। সোমবার সকালে এ আদেশ দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, জেলা ও দায়রা জজ মুন্সি মশিয়ার রহমান। মৃত্যুদণ্ডপ্রাপ্ত এনায়েত মোল্যা জেলার লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের মাকড়াইল গ্রামের ইন্তাজ মোল্যার ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালে নড়াইলের লোহাগড়া উপজেলার মাকড়াইল গ্রামের এনায়েত মোল্যার সাথে সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের চাঁদপুর গ্রামের মৃত জব্বার মোল্যার মেয়ে নারগিস বেগমের বিয়ে হয়। বিয়ের পর শ্বশুর বাড়িতে থাকা অবস্থায় যৌতুকের দাবিতে জমি বিক্রয় করে দেওয়ার জন্য বিভিন্ন সময়ে নারগিস বেগমের ওপর নির্যাতন করত স্বামী এনায়েত।

এরই ধারাবাহিকতায় ২০১৮ সালের ২১ নভেম্বর রাত সাড়ে ১১ টা থেকে ২২ নভেম্বর ভোর রাত ৫ টার মধ্যে যেকোনো সময়ে নারগিস বেগমকে লাঠি দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে বাড়ির পাশের আম গাছে শাড়ি গলায় পেঁচিয়ে ঝুলিয়ে রাখে এবং নারগিস আত্মহত্যা করেছে বলে তার স্বামী প্রচার করে। নিহতের পরিবারের সদস্যরা ২২ নভেম্বর সকালে বাড়ির পাশে আমগাছে তার লাশ দেখতে পেয়ে সদর থানায় খবর দেয়।

এরপর ময়নাতদন্তে নারগিসকে হত্যা করেছে মর্মে রিপোর্ট আসলে তার স্বামী এনায়েত মোল্যাকে আসামি করে নারগিসের বোন পারভীন খাতুন বাদী হয়ে নড়াইল সদর থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তাসহ ১০ জনের সাক্ষ্য-প্রমাণ শেষে স্ত্রী নারগিস বেগমকে যৌতুকের দাবিতে হত্যার ঘটনা সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এনায়েত মোল্যাকে মৃত্যুদণ্ড ও এক লক্ষ টাকা জরিমানার আদেশ দেন আদালত। রায়ের সময় আদালতে উপস্থিত ছিল আসামি এনায়েত মোল্য।

Scroll to Top