প্রধান বিচারপতি এসকে সিনহার বিরুদ্ধে অর্থপাচারসহ ১১ অভিযোগ

ছুটিতে থাকা প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার বিরুদ্ধে নৈতিক স্খলন, অর্থ পাচারসহ ১১টি সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে এবং আপিল বিভাগের অন্যান্য বিচারপতিরা তার কাছে এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।

১৪ অক্টোবর শনিবার বাংলাদেশ সুপ্রিম কোর্ট থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

একই সাথে লিখিত ওই বিবৃতিতে প্রধান বিচারপতির অনুপস্থিতিতে জেষ্ঠ্যতার ভিত্তিতে বিচারপতি আবদুল ওয়াহহাব মিয়াকে প্রধান

বিচারপতিদর অনুরুপ দায়িত্ব পালন করতে রাষ্ট্রপতি নির্দেশ দিয়েছেন বলেও জানানো হয়।

এ দিন সকাল সাড়ে দশটায় আপিল বিভাগের বিচারপতিরা এক জরুরি বৈঠকে বসেন। বৈঠক শেষে বিকাল চারটার পর এই বিবৃতি দেওয়া হয়। বিবৃতিতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আবদুল ওয়াহহাব মিয়া ও রেজিস্ট্রারের স্বাক্ষর রয়েছে।

বাংলাদেশ সময় : ১৭১৮ ঘণ্টা, ১৪ অক্টোবর,  ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/ডিএ

Scroll to Top