গ্রিন লাইন পরিবহনের বাসের চাপায় একটি পা হারানো রাসেল সরকারকে ক্ষতিপূরণ বাবদ আরো ২০ লাখ টাকা দিতে গ্রিন লাইন কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী তিন মাসের মধ্যে এই টাকা এককালীন পরিশোধ করতে বলা হয়েছে।
বিচারপতি এস আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) এই রায় দিয়েছেন।
রিট আবেদনকারী ও গ্রিন লাইন কর্তৃপক্ষের সম্মতিতে এই ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন উভয় পক্ষের আইনজীবীরা।
এর আগে গ্রিন লাইন কর্তৃপক্ষ রাসেল সরকারকে মোট ১৩ লাখ ২৮ হাজার টাকা দিয়েছিল। দুই কিস্তিতে পাঁচ লাখ টাকা করে মোট ১০ লাখ টাকা এবং চিকিৎসা বাবদ তিন লাখ ২৮ হাজার টাকা দিয়েছিল। আজকের এই রায়ের ফলে আরো ২০ লাখ টাকা দিতে হবে। গ্রিন লাইন কর্তৃপক্ষের সম্মতিতে এই ক্ষতিপূরণ নির্ধারণ করায় এই রায়ের বিরুদ্ধে তাঁরা আপিল করবেন না বলে জানিয়েছেন গ্রিন লাইনের আইনজীবী অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক।