এবার টিকটক থেকে অশ্লীল কন্টেন্ট সরিয়ে ফেলা এবং এ ধরনের অ্যাপস ব্যবহারের নীতিমালা তৈরির নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। সুপ্রিমকোর্টের আইনজীবী মনিরুজ্জাজামান লিংকন রিটটি করেন। সোমবার রিটটি এফিডেভিট করা হয়।
রিটে উল্লেখ করা হয়, অতি সম্প্রতি টিকটক ব্যবহার করে কিছু কিশোর-তরুণ অশ্লীল শব্দ ও অঙ্গভঙ্গির মাধ্যমে কন্টেন্ট তৈরি করে সমাজে অস্থীতিশীল পরিবেশ সৃষ্টি করছে। যা সামাজিক অবক্ষয়ের দিকে পুরো ব্যবস্থাকে নিয়ে যাচ্ছে। এ থেকে প্রতিকার চেয়ে রিট করা হয়েছে।
বিচারপতি জে বি এম হাসানের দ্বৈত বেঞ্চে রিটটি শুনানি হবে।