ঝালকাঠিতে স্ত্রী হত্যার দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
দণ্ডাদেশ পাওয়া ব্যক্তির নাম মো. দুলাল খান (৫০)। তিনি কাঁঠালিয়া উপজেলার আমুয়া ইউনিয়নের ছোনাউটা গ্রামের বাসিন্দা।
ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শেখ মো. তোফায়েল হাসান আজ সোমবার দুপুরে এ রায় দেন।
রায় ঘোষণার সময় আসামি দুলাল খান আদালতে উপস্থিত ছিলেন। এই মামলার অপর আসামি দুলাল খানের ভাবি সেলিনা খানের অপরাধ প্রমাণিত না হওয়ায় আদালত তাঁকে খালাস দেন।
ঝালকাঠির অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এডিশনাল পিপি) এম আলম খান বলেন, দুলাল খান ২০০৮ সালের ১২ এপ্রিল গরু বাঁধার খুঁটি দিয়ে ছয় মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী হনুফা বেগমকে (৩৮) আঘাত করেন। ওই আঘাতেই হনুফা মারা যান।
মামলার নথি ও আদালতসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ ঘটনায় হনুফার ভাই আল মামুন বাদী হয়ে ২০০৮ সালের ১৪ এপ্রিল দুজনের নামে মামলা করেন। পুলিশ আদালতে দুজনের নামে অভিযোগপত্র জমা দেয়। আদালত ২০০৯ সালের ৭ এপ্রিল মামলার বিচার শুরু করেন। এই মামলায় আদালত আটজনের সাক্ষ্য নেন। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী জাহাঙ্গীর কবির।