যুবলীগ নেতা জি কে শামীম ও খালেদ ভুঁইয়ার জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার দুপুরে দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলা দুটি করা হয়।
জি কে শামীমের বিরুদ্ধে মামলা করেন দুদকের উপপরিচালক মো. সালাউদ্দিন। মামলায় শামীমের বিরুদ্ধে ২৯৭ কোটি ৯ লাখ টাকা জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ থাকার অভিযোগ আনা হয়েছে।
খালেদ ভুঁইয়ার বিরুদ্ধে মামলাটি করেন আরেক উপপরিচালক জাহাঙ্গীর আলম। এই মামলায় খালেদের বিরুদ্ধে ৫ কোটি ৫৮ লাখ টাকা জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ থাকার অভিযোগ আনা হয়েছে।
গত ১৮ সেপ্টেম্বর ঢাকায় ক্যাসিনো বিরোধী অভিযান শুরুর পর শামীম ও খালেদকে গ্রেপ্তার করে র্যাব। দুজনই এখন কারাগারে আছেন।