ওয়াহহাব মিঞার নেতৃত্বে চলছে আপিল বিভাগ

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আব্দুল ওয়াহহাব মিঞার নেতৃত্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নিয়মিত কার্যক্রম চলছে। মঙ্গলবার (০৩ অক্টোবর) সকাল ৯টায় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির নেতৃত্বে বসেছে অাপিল বিভাগ।

এর মাধ্যমে দীর্ঘ অবকাশের পর অাপিল বিভাগের কার্যক্রম শুরু হয়েছে। এর আগে সোমবার (০২ অক্টোবর) বিকেল ৩টার দিকে এক মাসের ছুটি চেয়ে রাষ্ট্রপতি বরাবর চিঠি পাঠান প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

এ বিষয়ে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল তার কার্যালয়ে সাংবাদিকদের বলেন, ‘প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা এক মাসের ছুটির কথা জানিয়ে রাষ্ট্রপতিকে জ্ঞাত করেছেন। ফলে আগামীকাল উনি আপিল বিভাগের বেঞ্চে বসবেন না। অন্য বিচারপতি যারা আছেন তারা বিচারকার্য পরিচালনা করবেন।’

গতকাল (সোমবার) রাতেই সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জেষ্ঠ্য বিচারপতি আব্দুল ওয়াহহাব মিঞাকে অস্থায়ী প্রধান বিচারপতি করে গেজেট প্রকাশ করে আইন মন্ত্রণালয়। আইন মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক সোমবার রাত পৌনে ১২টায় এ তথ্য জানান।

সংবিধানের ৯৭ অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতির ছুটিকালীন রাষ্ট্রপতি একজন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিয়োগ দেন। সেই দিক থেকে আপিল ডিভিশনের জেষ্ঠ্যতার ভিত্তিকে আব্দুল ওয়াহহাব মিঞাকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ করা হয়।

বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, ০৩ অক্টোবর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসডিএম

Scroll to Top