সাতক্ষীরায় পৃথক দু\’টি সড়ক দুর্ঘটনায় দু\’জন নিহত হয়েছে। আজ সাতক্ষীরা-ভোমরা সড়কের নবাতকাটি এলাকায় ও যশোর-সাতক্ষীরা সড়কের তুযুলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় একজন আহত হয়েছেন। তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর থানার ওসি মারুফ আহম্মদ জানান, সাতক্ষীরা-ভোমরা সড়কের নবাতকাটি এলাকায় ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নাসিরুল গাজী নিহত হয়েছেন। আহত হয়েছেন, ভ্যান আরোহী আব্দুর রউফ। নাসিরুল শহর উপকণ্ঠের দৌলতপুর এলাকার বাসিন্দা। অপরদিকে, সাতক্ষীরা-যশোর সড়কের তুযুলপুর এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে পথচারি আলাউদ্দীন আলী নিহত হয়েছেন। তিনি তুযুলপুর গ্রামের বাসিন্দা। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, ১৪ সেপ্টেম্বর, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/পিকে