চুয়াডাঙ্গায় পুকুর থেকে নারীর লাশ উদ্ধার

চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের যদুপুর গ্রামের একটি পুকুর থেকে অজ্ঞাত পরিচয়ের (৫০) এক প্রতিবন্ধী নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুর ১২টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।

অপরিচিত প্রতিবন্ধী ওই নারীকে কয়েকদিন থেকে এলাকায় ঘোরাফেরা করতে দেখা গেছে।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তোজাম্মেল হক জানান, সোমবার বেলা ১১টার দিকে যদুপুর গ্রামের পুকুরে একটি নারীর লাশ ভাসতে দেখে গ্রামবাসী বেগমপুর পুলিশ ক্যাম্পে খবর দেয়। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

বেগমপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মাশনুন রহমান জানান, বেশ কয়েকদিন ধরে প্রতিবন্ধী এই নারী এলাকায় ঘোরাফেরা করছিল। ধারণা করা হচ্ছে পুকুরের পানিতে ডুবে সে মারা গেছে। তবে ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, ১১ সেপ্টেম্বর, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/পিকে

Scroll to Top