শেরপুরের ঝিনাইগাতীতে প্রাইভেটকার ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে সাহেব আলী (৭০) ও ফিরোজ মিয়া (১৭) নামে ২ ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৬ জন।
নিহত সাহেব আলীর বাসা ঝিনাইগাতী উপজেলার ঘাগড়া কবিরাজপাড়া গ্রামে এবং ফিরোজ ঘাগড়া পটোলপাড়া গ্রামের আবদুল আজিজের ছেলে। শনিবার রাতে শেরপুর-ঝিনাইগাতী সড়কের তেঁতুলতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন ঝিনাইগাতী উপজেলার প্রতাবনগর গ্রামের মুরাদ (৩৫), শালদা গ্রামের মো. শাহজামাল (২০), হাতিবান্ধা গ্রামের সোহেল (২০), বালুরচর গ্রামের রূপম (১৬) শেরপুর সদর উপজেলার চরসাপমারী গ্রামের শান্ত (১৮) , দুর্গানারায়ণপুর এলাকার হযরত আলী (৪৫)। আহত শাহজামালকে শেরপুর জেলা সদর হাসপাতালে এবং অন্যদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মচিমহা) ভর্তি করা হয়েছে। হতাহতরা সবাই ইজিবাইকের যাত্রী ছিলেন।
ঝিনাইগাতী থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস জানান, এ ঘটনায় ঝিনাইগাতী থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। প্রাইভেটকার ও ইজিবাইকটি আটক করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, ৩ সেপ্টেম্বর, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/পিকে