বাগেরহাটে ১২ ঘণ্টার ব্যবধানে আলাদা সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্যসহ দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো একজন। শনিবার রাত সাড়ে ৮টা এবং পরের দিন রবিবার সকাল সাড়ে ৮টার দিকে বাগেরহাটের কচুয়া এবং মোল্লাহাটে ওই দুর্ঘটনা ঘটে।
বাগেরহাটের কচুয়ায় শনিবার রাতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লাগলে এক পুলিশ কনস্টেবল নিহত এবং অপর একজন আহত হন।
নিহত পুলিশ কনস্টেবল মিরাজ শিকদার (৩০) বাগেরহাট জেলার কচুয়া উপজেলার গিমটেকাঠি গ্রামের আশ্রাব আলী শিকদারের ছেলে। অপরদিকে রবিবার সকাল সাড়ে ৮টার দিকে খুলনা-মাওয়া মহাসড়কের মোল্লাহাট উপজেলার জয়ঢেহি এলাকায় দ্রুতগামী একটি ট্রাকের চাপায় পিষ্ট হয়ে পথচারী এক নারী নিহত হয়েছেন। পুলিশ ঘাতক ট্রাকটি জব্ধ করলেও চালক ও তার সহকারী (হেলপার) পালিয়ে গেছে। তবে তাৎক্ষণিকভাবে পুলিশ ওই নারীর নাম-পরিচয় জানাতে পারেনি।
কচুয়া থানার ওসি মো. কাবিরুল ইসলাম জানান, পুলিশ কনস্টেবল মিরাজ ঈদের ছুটিতে বাড়িতে আসার পর সন্ধ্যায় পার্শ্ববর্তী ভাসা গ্রামে তার এক আত্মীয় বাড়ি থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। এ সময় তার সঙ্গে এক নিকট আত্মীয় ছিল। ঘটনাস্থলে পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লাগলে ঘটনাস্থলে পুলিশ কনস্টেবল মিরাজ মারা যায়।
আহত অবস্থায় অপর আরোহী রাসেল শেখকে (৩১) কচুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মোল্লাহাট থানার ওসি আ ন ম খায়রুল আনাম জানান, খুলনার দিক থেকে পণ্যবাহী একটি ট্রাক ঢাকার দিকে যাওয়ার সময় ঘটনাস্থলে পৌঁছালে পথচারী ওই নারীকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় ওই নারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, ৩ সেপ্টেম্বর, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/পিকে