চুয়াডাঙ্গায় একসাথে তিনটি কন্যা শিশুর জন্ম দিয়েছেন নাজমিন নাহার রজনী নামে এক প্রসূতি। মঙ্গলবার (৩১ অক্টোবর) ভোররাতে শহরের একটি বেসরকারি ক্লিনিকে সিজারিয়ানের মাধ্যমে কন্যাশিশুদেরকে ভূমিষ্ঠ করা হয়। প্রসূতি নাজমিন নাহার রজনী চুয়াডাঙ্গা সদর উপজেলার হাড়োকান্দি গ্রামের শান্ত আলীর স্ত্রী।
বর্তমানে শিশু তিনটিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে নিবিড় পর্যবেক্ষনে রাখা হয়েছে। প্রসূতি নাজমিন নাহার রজনীর অস্ত্রপচারকারী চিকিৎসক চুয়াডাঙ্গা সদর হাসপাতালের গাইনী বিশেষজ্ঞ ডা. আকলিমা খাতুন জানান, দীর্ঘদিন যাবৎ ওই প্রসূতি বাচ্চা ধারনে অক্ষম ছিলেন। পরে তাকে চিকিৎসাধীন রাখা হলে বাচ্চা ধারন করেন।
এরপর মঙ্গলবার ভোররাতে হঠাৎ প্রসব বেদনা উঠলে সিজারিয়ানের মাধ্যমে এসকাথে তিনটি বাচ্চা প্রসব করানো হয়। শিশুতিনটি ও তার মা বর্তমানে শঙ্কামুক্ত আছেন।এদিকে, একসাথে জন্ম নেয়া তিনটি শিশুকে দেখতে উৎসুক জনতার ভীর জমাচ্ছে।
বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, ৩১ অক্টোবর, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/পিকে