সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলায় ভাইয়ের মৃতদেহ দেখে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে। সোমবার রাতে উপজেলার নলতা গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার রাতে বড় ভাই ফজর আলী গাজী (৭২) হঠাৎ স্ট্রোক করলে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯ টার দিকে তার মৃত্যু হয়।
এরপর রাত ১০টার দিকে বড় ভাই ফজর আলী গাজীর মরদেহ দেখে ছোট ভাই কোরবান আলী গাজীও (৭০) অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে তার মৃত্যু হয়।
এদিকে এক ঘণ্টার ব্যবধানে আপন দু’ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মৃত্যুকালে বড় ভাই ফজর আলী গাজী স্ত্রী, এক পুত্র ও দুই কন্যা এবং ছোট ভাই কোরবান আলী গাজী স্ত্রী, দুই পুত্র ও তিন কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ মঙ্গলবার জোহরের নামাজ শেষে দু’সহোদরকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান দুই ভাইয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ৩১ অক্টোবর, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/পিকে