খুলনার সাথে ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক

কুষ্টিয়ার পোড়াদহে বগি লাইনচ্যুত হওয়ায় ১১ ঘণ্টা পর খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ আংশিকভাবে চালু হয়েছে। আজ সকাল সাড়ে ৬টার দিকে ডাউন সাইডের লাইনে আংশিকভাবে রেল চলাচল শুরু হয়েছে।

এদিকে দুর্ঘটনাকবলিত ট্রেনের ইঞ্জিন ও বগি উদ্ধারে রিলিফ ট্রেন এসে মেরামতে কাজ করছে। ওই লাইনে পুরোপুরি রেলযোগাযোগ স্বাভাবিক হতে আরো সময় লাগবে বলে জানা গেছে।

পোড়াদহ রেলওয়ের স্টেশন মাস্টার শরীফুল ইসলাম জানান, শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে রাজশাহীগামী সাগরদাঁড়ী একপ্রেস পোড়াদহ রেলওয়ে জংশনের প্রধান গেটের সামনে হঠাৎ করে ইঞ্জিনসহ একটি বগি লাইনচ্যুত হয়। এতে সারা দেশের সঙ্গে রেলযোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। শনিবার সকাল থেকে ডাউন সাইডের লাইনে ট্রেন চলাচল শুরু হয়। প্রথমে আটকে পড়া \’চিত্রা এক্সপ্রেস\’ ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে ওই স্টেশন থেকে ছেড়ে যায়।

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, ২৬ আগস্ট, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/পিকে

Scroll to Top