যশোরে শান্তিপূর্ণ পরিবেশে চলছে ভোটগ্রহণ

সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে যশোর জেলা পরিষদের নির্বাচন চলছে। আজ সোমবার (১৭অক্টোবর) সকাল ৯টায় প্রথমবারের মতো ভোটগ্রহণ ইভিএমে ভোটগ্রহণ শুরু হয়; একটানা দুপুর ২টা পর্যন্ত চলবে।

নির্বাচন অফিস মতে, যশোর জেলা পরিষদে চেয়ারম্যানের একটি, ৮টি সাধারণ ওয়ার্ড এবং তিনটি সংরক্ষিত (মহিলা) ওয়ার্ডসহ মোট ১২টি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

চেয়ারম্যান পদে দুইজনসহ মোট ৫১ প্রার্থী ভোটযুদ্ধে নেমেছেন। জেলার ৮টি কেন্দ্রে ১৬টি ভোট কক্ষে এক হাজার ৩১৯ ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। এজন্য আট প্রিজাইডিং অফিসার, ১৬ সহকারী প্রিজাইডিং অফিসার, ৩২ পোলিং অফিসার ও আরও ৫৬ কর্মকর্তা দায়িত্ব পালন করছেন।

চেয়ারম্যান প্রার্থী সাইফুজ্জামান পিকুল জানিয়েছেন, সকাল থেকে জেলার সব কেন্দ্রের খোঁজ নেয়া হয়েছে। কোথাও কোনো সমস্যা নেই। এভাবে ভোট হলে আমি বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।

ভোটাররা জানিয়েছেন, কোন ঝামেলা নেই। আইন শৃঙ্খলা পরিস্থিতিও ভালো। মনখুলে ইভিএমে ভোট দিতে পেরেছেন।

এদিকে রিটার্নিং অফিসার জেলা প্রশাসক তমিজুল ইসলাম খানও ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে হচ্ছে বলে জানিয়েছেন। কোথাও কোনো অভিযোগ নেই বলে জানান তিনি।