কুষ্টিয়ার দৌলতপুরে শরিফা খাতুন (২১) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
সোমবার বিকেলে দৌলতপুর থানা পুলিশ নিহত গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
স্থানীয়রা জানায়, উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজোত এলাকায় পারিবারিক কলহের জের ধরে রিন্টু তার স্ত্রী শরিফা খাতুনকে সোমবার সকাল ৯টার দিকে পিটিয়ে আহত করে। পরে তার অবস্থার অবনতি হলে শরিফা খাতুনকে চিকিৎসা কেন্দ্রে না নিয়ে নিজ ঘরের ভেতর আটকিয়ে রাখে পাষণ্ড স্বামী রিন্টু।
এক পর্যায়ে শরিফা খাতুন বদ্ধ ঘরে মৃত্যুর কোলে ঢোলে পড়লে রিন্টু ও তার পরিবারের লোকজন নিহত শরিফা খাতুনকে ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহত গৃহবধূর লাশ উদ্ধার করে মর্গে পাটায়।
দৌলতপুর থানার এসআই গৌতম জানান, নিহত গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত হওয়া যাবে।
বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, ২৩ অক্টোবর, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/পিকে