যশোরে ধর্ষণের পর তরুণীকে জবাই করে হত্যা

গতকাল সকালে যশোর সদর উপজেলার পতেঙ্গালি এলাকা থেকে অজ্ঞাত এক তরুণীর (২৩) গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়েছে।

পুলিশের ধারনা গণধর্ষণের পর দুর্বৃত্তরা উক্ত তরুণীকে গলাকেটে হত্যার পর লাশ ফেলে রেখে গেছে। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

শুক্রবার সকালে যশোর সদরের পতেঙ্গালি-নারাঙ্গালি সড়কের ধারে ওই তরুণীর মরদেহ পড়ে ছিল। তার পরনে ছিল হলুদ-সবুজ রঙের থ্রি পিস। এ রিপোর্ট লেখা পর্যন্ত খুনের শিকার মেয়েটির পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, শুক্রবার রাত থেকে মুষলধারে বৃষ্টির কারণে রাস্তাঘাট সব ফাঁকা। ভোরে স্থানীয় মসজিদে নামাজ শেষে বাড়ি ফেরার পথে কয়েকজন মুসল্লি দেখতে পান পতেঙ্গালি রাস্তার পাশে গলাকাটা তরুণীর লাশটি পড়ে আছে।

তারা পরে যশোর কোতোয়ালি থানায় খবর দিলে বেলা সাড়ে ১০টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।

কোতোয়ালী থানার এসআই মোখলেসুর রহমান বলেন, ‘গলাকেটে মেয়েটিকে হত্যা করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ধর্ষণের পর তাকে খুন করা হয়।’

ভোররাত থেকে বৃষ্টি হওয়ায় অনেক আলামত নষ্ট হয়ে গেছে বলে তিনি মন্তব্য করেন। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার আগে পুলিশ আর কোনো মন্তব্য করতে চায়নি।

বাংলাদেশ সময় : ১৬৫৫ ঘণ্টা, ২১ অক্টোবর,  ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/ডিএ

Scroll to Top