কুষ্টিয়ার মিরপুরের চিথলিয়ায় বসতবাড়ির মাটির দেয়াল ধসে চাপা পড়ে রুপচাঁদ মল্লিক (৫২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ ভোরে মিরপুর উপজেলার চিথলিয়া ইউনিয়নের মল্লিকপাড়ায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে চিথলিয়া ইউনিয়নের চেয়ারম্যান গিয়াস উদ্দিন পিস্তল জানান, ভোরে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন রুপচাঁদ মল্লিক। এসময় হঠাৎ বসতঘরের মাটির দেয়াল ধসে চাপা পড়েন তিনি। পরিবারের লোকজন ও স্থানীয়রা মাটি কেটে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, ২১ অক্টোবর, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/পিকে