যশোরে জঙ্গি আস্তানায় অভিযান চলছে

যশোরের শহরে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িতে অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

সোমবার (০৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে অভিযান শুরু হয়। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান।

এর আগে রবিবার (০৭ অক্টোবর) মধ্যরাত থেকে শহরের ঘোপ নওয়াপাড়া রোড এলাকার ওই বাড়িটি ঘিরে রাখে আইনশৃঙ্খলা বাহিনী। এরপর মাইকিং করে আত্মসমর্পণের আহ্বান জানানো হয়।

সকালেই ঢাকা থেকে কাউন্টার টেরোরিজম ইউনিট, সোয়াট, বোম্ব ডিজপোজল ইউনিট, পুলিশ হেড কোয়ার্টারসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যশোরে এসে পৌঁছান। এরপর মাইকিং করে ওই বাড়ি থেকে সবাইকে শান্তিপূর্ণভাবে বেড়িয়ে এসে আত্মসমর্পণের আহ্বান জানানো হয়। এতে কোন সাড়া না পেয়ে অভিযান শুরু করে আইন-শৃঙ্খলা বাহিনী।

বাড়ির মালিক বাবলির স্বামী যশোর জিলা স্কুলের শিক্ষক হায়দার আলী জানান, বাড়িটির ভাড়াটিয়া মশিউর রহমান একটি হারবাল কোম্পানিতে চাকরি করেন। তার বাড়ি কুষ্টিয়ায়।

বাংলাদেশ সময় : ১৩০৫ ঘণ্টা, ০৯ অক্টোবর,  ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/ডিএ

Scroll to Top