বেনাপোল চেকপোস্ট এলাকা থেকে শনিবার সকালে ভারতীয় রুপি ও মার্কিন ডলারসহ ইয়াকুব আলী মিনা (৪০) নামে এক পাসপোর্ট যাত্রীকে আটক করেছে কাস্টমস কর্মকর্তারা। এসময় তার কাছ থেকে ৫ লাখ ৮১ হাজার ভারতীয় রুপি ও ২২১ মার্কিন জব্দ করা হয়।
এ ব্যাপারে বেনাপোল চেকপোস্ট কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার মারুফুর রহমান জানান, ভারত থেকে বিপুল পরিমাণ ভারতীয় রুপি পাচার হয়ে বাংলাদেশে আসছে- এ ধরনের গোপন সংবাদ পেয়ে কাস্টমস কর্মকর্তারা ওই যাত্রীর ব্যাগ তল্লাশি করে কালো পলিথিনে জড়ানো অবস্থায় ৫ লাখ ৮১ হাজার রূপি ও ২২১ ডলার জব্দ করে। পরে তাকে আটক করা হয়।
আটক যাত্রীর বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে বলেও জানান তিনি।
আটককৃত ইয়াকুব আলী গোপালগঞ্জ জেলার মুকছেদপুর উপজেলার নওখান্দা গ্রামের রজব আলী মিনার ছেলে।
বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, ০৭ অক্টোবর, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/নীল